ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঢাকায় অনুষ্ঠিত হলো ওয়ান রান আন্তর্জাতিক হাফ ম্যারাথন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, মে ২৪, ২০২৫
ঢাকায় অনুষ্ঠিত হলো ওয়ান রান আন্তর্জাতিক হাফ ম্যারাথন

ঢাকা: বিশ্বের ২৫টি দেশের দুই লাখেরও বেশি প্রতিযোগীর সঙ্গে তাল মিলিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো ওয়ান রান আন্তর্জাতিক হাফ ম্যারাথন। এতে বাংলাদেশের প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেন।

শনিবার (২৪ মে) ভোরে রাজধানীর হাতিরঝিল লেকের চারপাশে ওয়ান রান আন্তর্জাতিক হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়ান রান হাফ ম্যারাথন বিশ্বব্যাপী সমন্বিত অংশগ্রহণের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য বিখ্যাত।

ইভেন্টটিতে ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন দূরত্ব, সব বয়সী দৌড়বিদদের জন্য ছোট দৌড়ের (১০, ৫ ও ১ কিলোমিটার) আয়োজন ছিল। বিশ্বব্যাপী সব সম্প্রদায়ের সংহতির লক্ষ্যে এই আয়োজন করা হয়।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন দৌড়ে অংশ নেওয়া শীর্ষ ফিনিশারদের হাতে পদক তুলে দেন। রাশিয়ান স্পোর্টস টিম হিরো লীগ ও বাংলাদেশের গেমপ্লে এই দৌড় অনুষ্ঠানের আয়োজন করে।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।