ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

দেশে প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের উদ্বোধন শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৪, মে ২৪, ২০২৫
দেশে প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের উদ্বোধন শনিবার

ঢাকা: বাংলাদেশে প্রথম ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’র উদ্বোধন করা হবে শনিবার (২৪ মে)।   

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের কর্মসংস্থানের অন্যতম একটি খাত হলো ক্ষুদ্র উদ্যোগ। এ উদ্যোগসমূহে ব্যাংক ঋণের প্রবাহ বৃদ্ধি ও ঝুঁকি নিরসনে গ্যারান্টার হিসেবে কাজ করার লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশে প্রথম ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে পিকেএসএফ। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় পিকেএসএফ ভবনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হবে।

পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং এডিবি বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ি ইউন জং।

আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।