ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ মে) রাত সোয়া ১২টার দিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ঘটনায় আহতদের একজনের নাম জুয়েল (৪০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, রাত পৌনে ১০টার দিকে যাত্রাবাড়ী পার্ক এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন কিছুটা গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
হানিফ ফ্লাইওভারের ওপর থেকে কেউ ককটেলটি পার্কে ছুড়ে বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনসহ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
তবে হাসপাতাল সূত্র জানিয়েছে, জুয়েলের অবস্থা গুরুতর নয়।
এজেডএস/এসআরএস