ঢাকা: দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৫১৫ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৬৫ জন।
বৃহস্পতিবার (২২ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৫১৫ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৬৫ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫৫০জন।
এজেডএস/আরবি