ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, মে ১৫, ২০২৫
সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেপ্তার গ্রেপ্তার এস এম কামাল হায়দার।

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১৫ মে) ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল।

গ্রেপ্তার এস এম কামাল হায়দারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী হত্যার মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, গত ৪ আগস্ট ধানমন্ডি ৩/১ লেকপাড়ে অবস্থিত পাতাম রেস্টুরেন্টের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের একটি ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। পরে ধানমন্ডি থানায় এই ঘটনায় একটি হত্যা মামলা হলে এর তদন্তভার গ্রহণ করে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

জসীম উদ্দিন খান জানান, তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এস এম কামাল হায়দারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। অভিযুক্তের দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সিআইডি গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।