ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে আগুনে পুড়লো ৩ ঝুট গুদাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, এপ্রিল ২৪, ২০২৫
টঙ্গীতে আগুনে পুড়লো ৩ ঝুট গুদাম টঙ্গীর দত্তপাড়া এলাকায় আগুন লেগে তিনটি ঝুট গুদাম পুড়ে গেছে।

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় আগুন লেগে তিনটি ঝুট গুদাম পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এ আগুন লাগে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, দুপুরে দত্তপাড়া বনমালা রোড এলাকায় প্রথমে একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আরও দুটি গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিভিন্ন ধরনের ঝুট ও গুদাম পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।