ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ভাই-বোনকে কুপিয়ে হত্যা, মা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৮, এপ্রিল ১৯, ২০২৫
টঙ্গীতে ভাই-বোনকে কুপিয়ে হত্যা, মা গ্রেপ্তার মালিহা আক্তার ও আবদুল্লাহ

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর আরিচপুর রূপবানেরটেক এলাকায় একটি ফ্ল্যাট বাসায় ভাই-বোনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতদের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) সকালে নিহতদের বাবা আব্দুল বাতেন মিয়া অজ্ঞাতনামা আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।

নিহত দুই শিশু হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে আবদুল্লাহ (৪) ও মেয়ে মালিহা আক্তার (৬)।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ফ্ল্যাট বাসার ভেতরে ভাই ও বোনকে কুপিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহ দুটি উদ্ধার করে।

এ ঘটনার পর নিহতদের মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। শনিবার সকালে নিহতদের বাবা আব্দুল বাতেন মিয়া অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিক তদন্তে শিশুদের মা সালেহা বেগমের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।