ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

গুলশানে অটোরিকশা চালকদের সঙ্গে দোকানদারদের ধাওয়া-পাল্টা ধাওয়া

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, এপ্রিল ১৯, ২০২৫
গুলশানে অটোরিকশা চালকদের সঙ্গে দোকানদারদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা: রাজধানীর গুলশানে অটোরিকশা চালকদের সঙ্গে স্থানীয় দোকানদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে বর্তমানে পরিস্থিতি শান্ত।

শনিবার (১৯ এপ্রিল) গুলশান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গুলশান ২ নাম্বার গোলচত্বরে রিকশাচালকরা অটোরিকশাসহ সেখানে অবস্থান করে। তাদের দাবি অটোরিকশা চালানোর অনুমতি দিতে হবে। সেখানে স্থানীয় কিছু দোকানদারদের সামনে তারা অবস্থান নিলে তাদের বেচাকেনা সমস্যা হওয়ার কারণে তাদের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি বর্তমানে পরিস্থিতি শান্ত।

তিনি আরও বলেন, যতটুকু জানা গেছে গুলশান সোসাইটির পক্ষ থেকে ওই এলাকায় অটোরিকশা চালানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।