ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

হাতকড়াসহ পালানো মাদক মামলার সেই আসামি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, এপ্রিল ১৮, ২০২৫
হাতকড়াসহ পালানো মাদক মামলার সেই আসামি গ্রেপ্তার

রাজশাহী: রাজশাহীর আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার আসামির নাম মো. আরিফ (২৫)।

তিনি রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার খিরসিন এলাকার জাকির হোসেনের ছেলে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গত ১৭ এপ্রিল দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ থেকে হাজিরা শেষে ফেরার সময় হাতকড়াসহ পালিয়ে যান মাদক মামলার আসামি আরিফ।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং টহল টিমগুলোকে সতর্ক করে দেয়। পরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলামের তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতেই শাহ মখদুম থানার খিরসিন এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি আরিফকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আরিফের বিরুদ্ধে মহানগরীর রাজপাড়া থানায় আরও একটি মামলা করা হয়েছে। শুক্রবর (১৮ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।