ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, বিক্ষোভ-সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩০, মার্চ ১৮, ২০২৫
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, বিক্ষোভ-সংঘর্ষ

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গাড়িচাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন।  

এ ঘটনার জের ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাঁধে।  

সোমবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। সংঘর্ষে ছয় পুলিশ সদস্য আহত হন।  

পুলিশ সদস্য ও শ্রমিকেরা জানান, বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার নারী শ্রমিক সাবিনা আক্তার কাজে যোগ দিতে যাচ্ছিলেন।  

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।  

এ সময় বিভিন্ন যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।  

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, এক নারী শ্রমিকের মৃত্যুর জেরে অন্য শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে ইট পাটকেল ছুড়ে বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন।  

ইট-পাটকেলের আঘাতে পুলিশের ছয় সদস্য সদস্য আহত হন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।  

বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫।  
আরএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।