ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড গুলি উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৪, মার্চ ১৩, ২০২৫
রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড গুলি উদ্ধার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া গুলি।

ঢাকা: রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বুধবার (১২ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন তুরাগ নদীর দক্ষিণপাড়ে মাটির স্তূপের ওপর থেকে দুটি খাকি রঙের কাগজে মোড়ানো ২০ রাউন্ড ৭.৬২ এম.এম. গুলি উদ্ধার করা হয়। প্রতিটি গুলির পেছনে BOF18E 7.62X39 লেখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।