ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, মার্চ ৯, ২০২৫
সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১৫

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার বনভূমি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।

রোববার (৯ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, রোববার জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর ও মুক্তিযোদ্ধা আশিকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসময় সাবেক চেয়ারম্যানের পক্ষের লোকজন অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করলে ১৫ জন গুলিবিদ্ধ হন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।