ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

কারখানায় শ্রমিকের ঝুলন্ত মরদেহ, গেট বন্ধ করে বিক্ষোভ

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, ফেব্রুয়ারি ১১, ২০২৫
কারখানায় শ্রমিকের ঝুলন্ত মরদেহ, গেট বন্ধ করে বিক্ষোভ

সাভার (ঢাকা): ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ভেতরে মোস্তফা নামের এক শ্রমিকের গলায় ফাঁসি দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড সন্দেহে কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স ফ্যাশন লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে।  

প্রাথমিকভাবে মোস্তফার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তিনি রেডিয়ান্স ফ্যাশন লিমিটেডের অষ্টম তলায় ফিনিশিং বিভাগে কাজ করতেন।  

শ্রমিকরা জানায়, সকালে কারখানার ভেতরে মোস্তফার ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্রমিকরা। খবরটি পুরো কারখানার শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়ে। পরে তারা হত্যাকাণ্ড সন্দেহে কারখানার কাজ বন্ধ করে মূল ফটকে তালা ঝুলিয়ে কারখানার অ্যাসেম্বলিতে অবস্থান নেন। এ ঘটনায় শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তাদের ধারণা, মোস্তফাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।  

তবে আশুলিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুল হক বাংলানিউজকে বলেন, ওই কারখানার ভেতরে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। এরপর থেকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করছেন। এখানে শিল্প-পুলিশ-১ এর একটি টিম ও সেনাবাহিনীর একটি টিম কাজ করছে। আমরা কারখানার বাইরে অবস্থান করছি। বিস্তারিত পরে জানানো হবে।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে শিল্পপুলিশ রয়েছে। শ্রমিকরা গেট বন্ধ করে রেখেছেন, তাদের দাবি সেনাবাহিনী ও মিডিয়া ছাড়া তারা গেট খুলবেন না।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।