ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৭, ফেব্রুয়ারি ৮, ২০২৫
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কাউসার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল মাদরাসা রোড এলাকায় ঘটনাটি ঘটেছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় কাউসারকে তিন-চারজন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টা দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কাউসার একটি কারখানার কর্মচারী ছিলেন। তবে যতটুকু জানা গেছে, ছিনতাইকারীরা নিহতের  ব্যবহৃত মোবাইলফোনটি নিয়ে গেছে।

বিস্তারিত ঘটনা জানার জন্য পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।