ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমায় ড্রোন ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, ফেব্রুয়ারি ২, ২০২৫
বিশ্ব ইজতেমায় ড্রোন ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা

গাজীপুর: বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের দুই কিলোমিটার এলাকায় ড্রোন ও ড্রোন ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব ইজতেমা চলমান রয়েছে। বিশ্ব ইজতেমায় দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম হয়। মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের দুই কিলোমিটার এলাকার মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) অনুমতি ব্যতিত ২ ফেব্রুয়ারি থেকে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন ও ড্রোন ক্যামেরা অথবা ভিডিওসহ অন্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস উড়ানো বা ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশ থাকে যে, সরকারি সংস্থা বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহারের সংখ্যা ও ড্রোন উড্ডয়নের সময় সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিটিএসবিকে আগে অবগত করার জন্য অনুরোধ করা হলো।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের সময় বিকট শব্দে আতঙ্কিত হয়ে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।