ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের সাংবাদিক আবাদুজ্জামান শিমুলের মা মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, জানুয়ারি ১৮, ২০২৫
বাংলানিউজের সাংবাদিক আবাদুজ্জামান শিমুলের মা মারা গেছেন প্রতীকী ছবি

ঢাকা: অনলাইন মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট আবাদুজ্জামান শিমুলের মা মনোয়ারা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

পারিবারিক সূত্র জানায়, শারীরিক বার্ধক্যজনিত কারণে অসুস্থ হলে শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর মগবাজারের বাসা থেকে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে নেওয়া হলে দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সূত্র আরও জানায়, বাদ এশা মগবাজার চৌরাস্তা মোড়ে তার জানাজা হবে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন হবে।

মনোয়ারা বেগমের মৃত্যুতে বাংলানিউজ পরিবার শোকাহত। তার মৃত্যুতে বাংলানিউজের সম্পাদক লুৎফর রহমান হিমেল গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।