ঢাকা, শনিবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত পাসপোর্ট খাত: টিআইবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, ডিসেম্বর ৩, ২০২৪
সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত পাসপোর্ট খাত: টিআইবি

সেবা খাতে সব চেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট খাতে। এখাতে দুর্নীতির হার ৮৬ শতাংশ।

এই খাতে দুর্নীতির হার গ্রামাঞ্চলে ৮৮ দশমিক ৬ শতাংশ এবং শহরাঞ্চলে ৮১ শতাংশ। পাসপোর্ট  খাতে সেবা নিতে ৭৪ দশমিক ৮ শাতাংশ পর্যন্ত সেবা গ্রহিতাকে ঘুষ দিতে হয়েছে, এমন তথ্য উঠে এসেছে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআবি) গবেষণায়।

মঙ্গলবারে (৩ ডিসেম্বর) ধানমন্ডিতে টিবইবির আয়েজিত 'সেবাখাতে দুর্নীতি,জাতীয় খানা জরিপ-২০২৩' প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও টিআইবির গবেষক আব্দুল হান্নান গবেষণা তুলে ধরেন।

ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতিগ্রস্ত পরের খাতগুলো হলো হলো, বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিচারিক সেবা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্বাস্থ্য, গ্যাস, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা খাতে।

ইফতেখারুজ্জামান বলেন, মানুষ সেবা নিতে গিয়ে যে সব দুর্নীতি শিকার হয় সেগুলো এই জরিপে তুলে ধরা হয়েছে। বিদেশে টাকা পাচার করাসহ বড় বড় দুর্নীতি এখানে উঠে আসেনি।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
জেডএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।