ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, নভেম্বর ১৭, ২০২৪
মেহেরপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিকের আত্মহত্যা

মেহেরপুর: প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় আত্মহত্যা করেছেন রাজা হোসেন (১৮) নামে এক যুবক। রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার সময় নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় প্যান্টের বেল্ট পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

রাজা গাংনী উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের ছিটাপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য বিথীয়ারা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি জানান, রাজার সঙ্গে স্থানীয় একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তার সঙ্গে মেয়েটির বিয়ের দিনক্ষণ ও নাক মাছি (নাকফুল) পরানো হয়েছিল। কিন্তু পরে মেয়েপক্ষ তার সঙ্গে বিয়ে দেয়নি। নাক মাছিটি ফেরত পাঠিয়েছে। এক সপ্তাহ আগে সেই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। এ ঘটনায় কয়েকদিন ধরে রাজা বিমর্ষ ছিলেন। আজ সকালে তিনি আত্মহত্যা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল রিপোর্ট করে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।