ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে প্রাইভেটকারে মিলল যুবকের মরদেহ 

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
ফরিদপুরে প্রাইভেটকারে মিলল যুবকের মরদেহ 

ফরিদপুর: ফরিদপুরে একটি প্রাইভেটকারের মধ্যে থেকে শফিক বেপারী (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে জেলার সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা।

নিহত মো. শফিক বেপারী সদরের মৃগী দক্ষিণপাড়া এলাকার মো. কুদ্দুস বেপারীর ছেলে।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, ভাটি লক্ষ্মীপুর গ্রামের কবির মোল্লার বাড়ির উঠানে রাখা প্রতিবেশী ফরহাদ শরীফের মালিকানাধীন পর্দা দিয়ে ঢেকে রাখা প্রাইভেটকারের মধ্যে থেকে শফিকের মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবক প্রাইভেটকারটি পরিচ্ছন্ন করার উদ্দেশে মালিকের কাছ থেকে সকালে চাবি নিয়ে আসেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তিনি আরও বলেন, সন্ধ্যায় তার খোঁজে ওই প্রাইভেটকারের কাছে আসলে ঢেকে রাখা গাড়ির ভেতরেই তার মরদেহ পাওয়া যায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।