ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে এএসপি আজিজুর বাধ্যতামূলক অবসরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
হবিগঞ্জে এএসপি আজিজুর বাধ্যতামূলক অবসরে মো. আজিজুর রহমান সরকার

হবিগঞ্জ: হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজিজুর রহমান সরকারকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

এএসপি আজিজুর হবিগঞ্জ জেলা পুলিশের মাধবপুর ও চুনারুঘাট সার্কেলের দায়িত্বরত ছিলেন। গত ২৫ সেপ্টেম্বর থেকে তিনি এখানে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধানে জনস্বার্থে এএসপি আজিজুর রহমান সরকারকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হলো। বিধি অনুযায়ী তিনি অবসরজনিত সুবিধাদি পাবেন।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।