ঢাকা, রবিবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলমাকান্দায় মদসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
কলমাকান্দায় মদসহ আটক ১

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় ১২ বোতল ভারতীয় মদসহ মো. জালাল মিয়া (৪৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।

 

আটক জালাল কলমাকান্দা উপজেলার ধারাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে নেত্রকোনা ৩১ বিজিবির উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বিওপি সীমান্ত পিলার (১১৮৫/৮-এস) থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়।  সে সময় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিওপির টহল দল নংলাই পাঁচগাঁও এলাকা থেকে ১২ বোতল ভারতীয় মদসহ আটক করা হয় জালালকে। পরে তাকে কলমাকান্দা থানায় সোপর্দ করা হয়েছে। জালাল দীর্ঘদিন ধরে ভারত থেকে মাদকদ্রব্য এনে বাংলাদেশে পাচার করতেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।