ঢাকা, রবিবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হত্যা মামলায় বানিয়াচংয়ের ইউপি চেয়ারম্যান আহাদ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
হত্যা মামলায় বানিয়াচংয়ের ইউপি চেয়ারম্যান আহাদ আটক

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আহাদ মিয়াকে ঢাকা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব।
 
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর এ তথ্য নিশ্চিত করেন।


 
এর আগে দুপুরে র‌্যাব-১ ও ৯ যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে আটক করে।
 
আহাদ হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলায় গত ২, ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ১১ জন নিহত হওয়ার ঘটনায় করা তিন হত্যা মামলার অন্যতম আসামি।
 
র‌্যাবের বরাতে ওসি মো. আলমগীর কবীর বলেন, আহাদ রাজধানীতে অবস্থান করে বিদেশে পালাতে চেয়েছিলেন। র‌্যাব তাকে আটক করে খবর থানায় খবর দেয়।
 
তিনি জানান, আন্দোলনে রিপন শীল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ রাতে ঢাকা গেছেন। তাকে সদর মডেল থানায় আনার পর আদালতে সোপর্দ করা হবে।
 

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।