ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, অক্টোবর ১০, ২০২৪
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইকার নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাসের ধাক্কায় শিবু সরকার (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী (বাইকার) নিহত হয়েছেন। এসময় আহত হন তার সঙ্গে থাকা স্বপন বিশ্বাস।

শিবু সদর উপজেলার বোড়াশী গ্রামের অভিমন্যু সরকারের ছেলে।

বৃহস্পাতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার, শ ম আরিফুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খুলনা থেকে ঢাকাগামী অজ্ঞাত একটি বাস সামনে থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই  মোটরসাইকেলের চালক শিবু নিহত হন। এতে আহত হন তার সঙ্গী স্বপন।  

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।