ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

আন্দোলনে গুলিবিদ্ধ নয়ন আইসিইউতে মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, সেপ্টেম্বর ২০, ২০২৪
আন্দোলনে গুলিবিদ্ধ নয়ন আইসিইউতে মারা গেছেন

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কলাবাগান এলাকায় গুলিবিদ্ধ নয়ন মিয়া (২৫) নামে এ যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি মোটর গ্যারেজে কাজ করতেন।

শুক্রবার (২০সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান নয়ন।  

নয়নের শ্বশুর এরশাদুল হক জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার দক্ষিণ গোব্দা গ্রামে। বর্তমানে রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় থাকতো। এবং ওই এলাকায় একটি মোটর গ্যারেজে কাজ করতো নয়ন।

তিনি আরও জানান,  গত ৪ আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় কাঁঠালবাগান এলাকায় গুলিবিদ্ধ হয় নয়ন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।