ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কক্সবাজারে ‘সমুদ্র সন্ধ্যা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কক্সবাজারে ‘সমুদ্র সন্ধ্যা’

কক্সবাজার: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হবে সকল পেশার, শ্রেণির, ধর্মের, লিঙ্গের মানুষের জন্য সমান নিরাপদ। এ সমুদ্র সৈকতসহ কোথাও যেন আর নারীর প্রতি সহিংসতা না হয়।

একই সঙ্গে কক্সাবাজার হোক পর্যটনের জন্য নিরাপদ গন্তব্য।

এমন প্রত্যাশায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈকতের সুগন্ধা পয়েন্টে অনুষ্ঠিত হলো সংগীতায়োজন ‘সমুদ্র সন্ধ্যা’।

গান ও আড্ডা বিষয়ক এই অনুষ্ঠান ঘিরে কক্সবাজারের কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের এ আয়োজনে সামিল হন পর্যটকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সন্ধ্যায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এ ছাড়াও ‘এমন দেশটি কোথাও পাবে নাকো তুমি’, ‘মুক্তির মন্দিরে সোপান তলে’সহ সমবেত ও একক কণ্ঠে গাওয়া হয় বেশকিছু গান।  

অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং পর্যটনের জন্য নিরাপদ সৈকতের পক্ষে দাবি জানান আয়োজকেরা।

নারী অধিকার কর্মী ও উন্নয়ন কর্মী মাহমুদ খাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠিত কথামালায় অংশ নেন নারী নেত্রী শাহরিয়ার পারভীন লাকি, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক ও জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি তন্ময় দাশ, মানবাধিকার কর্মী সামিরা আক্তার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আজিমা আক্তার ইমা।

অনুষ্ঠানে গান ও আবৃত্তির ফাঁকে ফাঁকে চলে নারীর প্রতি সংহিসতা ও নিরাপদ পর্যটন নিয়ে কথামালা।

সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের হেনস্তার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা গেছে, রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের কিটকটে একা বসে থাকা এক তরুণীকে লাঠি হাতে ঘিরে ধরেছেন চার যুবক। তারা প্রথমে ওই তরুণীর পরিচয় এবং কেন রাতে একা সৈকতে অবস্থান করছেন জানতে চান। তরুণীটি ঘুরতে আসার কথা জানালে তারা সন্তুষ্ট হননি।

এক পর্যায়ে যুবকরা সৈকতের সামাজিক পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে ওই তরুণীকে সেখান থেকে তাড়িয়ে দেন।

দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, আরেক তরুণীকে ঘিরে রয়েছে কিছু মানুষ। তাদের মধ্যে লাঠি হাতে আছেন কয়েকজন যুবক। ওই যুবকদের মধ্যে একজন লাঠি দেখিয়ে ওই তরুণীকে নির্দেশ দিচ্ছিলেন কান ধরে উঠবস করতে। পরে ভয়ার্ত ওই তরুণী উঠবস করতে থাকলে ঘিরে থাকা লোকজনকে অশ্লীল মন্তব্য করতে শোনা গেছে ভিডিওতে।

আরেকটি ভিডিওতে সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্সে কয়েকজন যুবকের সঙ্গে ভুক্তভোগী এক তরুণীসহ আরও একজনকে দেখা যায়।

এ সময় ওই তরুণী যুবকে দেখিয়ে বলছিলেন, ‘উনি আমার ফোন কেড়ে নিয়েছেন। দয়া করে ফোনটি ফেরত দিন। প্রয়োজনে মোবাইলে থাকা সবকিছু ডিলিট করে দেব। ’

এসব ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তৎপর হয় পুলিশ। ভিডিও দেখে ফারুকুল নামে একজনকে শনাক্ত করার পর তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলাও হয়েছে। ইতোমধ্যে ফারুকুলকে পুলিশ একদিনের রিমান্ডেও নিয়েছে।

নারীদের হেনস্তার ওই ঘটনাগুলোর প্রতিবাদে কক্সবাজার সৈকতে ‘সমুদ্র সন্ধ্যা’ শিরোনামে সচেতনতামূলক এই কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।