ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে মিছিলে হামলায় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
কুলিয়ারচরে মিছিলে হামলায় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় মামলা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মীর মিলন নামে এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার স্থানীয় ছয়সূতি মসজিদের খতিব মো. হানিফ মিয়া বাদী হয়ে কুলিয়ারচর থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলায় আহলে সুন্নাহ জামাতের ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।  

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান মামলার
বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ড এলাকায় ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে ইমাম উলামা পরিষদ ও আহলে সুন্নাহ সমর্থকদের সংঘর্ষে মীর মিলন নামে একজন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ২৫ জন। এ সময় মসজিদ ও মাজার ভাঙচুর করে দুপক্ষের লোকজন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।