ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

না.গঞ্জ সিটির ময়লা অপসারণকারী ৪ জনকে মারধর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
না.গঞ্জ সিটির ময়লা অপসারণকারী ৪ জনকে মারধর

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ময়লা অপসারণকারী দলের চারজনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় ময়লা অপসারণ বন্ধ রেখেছেন তাদের সহকর্মীরা।

 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ময়লা অপসারণকারী দলের সঙ্গে এ নিয়ে বৈঠকে বসে তাদের আশ্বস্ত করে ময়লা অপসারণ করতে বলেন নাসিকের প্রধান নির্বাহী জাকির হোসাইন।  

এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) ময়লা অপসারণ করতে গেলে আলামিন নগর এলাকায় ময়লা বহনকারী গাড়ির তিন চালক ও এক সহকারীকে মারধর করেন এলাকার কিছু লোকজন। তাদের মারধরে ফিরোজ নামে এক চালক গুরুতর আহত হন। আহত অন্যরা হলেন জহির, সাকিব ও ট্রাকের সহকারী একজন।

নাসিকের প্রধান নির্বাহী জাকির হোসাইন জানান, আলামিন নগর এলাকায় ময়লা ফেলতে গেলে আমাদের তিন চারজনকে মারধর করেছে কিছু লোক। একজনের অবস্থা খারাপ। তারা আতঙ্কিত ছিল, আমি তাদের সঙ্গে কথা বলে কাজে ফেরাচ্ছি। ময়লা অপসারণ বন্ধ তো রাখা যাবে না, একটা বিকল্প ব্যবস্থা করছি ময়লা অপসারণ করার। আজ থেকেই ময়লা অপসারণ হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ হামলায় যারা জড়িত ছবি দেখে তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এমআরপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।