নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তার ইয়ার মোহাম্মদ ওরফে পারভেজ (৫০) চাষাঢ়া এলাকার আলী হোসেনের ছেলে।
সোমবার দিবাগত রাতে চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান র্যাব-১১-এর এএসপি সনদ বড়ুয়া।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ হত্যা মামলায় চলতি সেপ্টেম্বর মাস আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন—সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার ও জামশেদ শেখ। এদের মধ্যে কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় ত্বকী। দুদিন নিখোঁজ থাকার পর ৮ মার্চ সকালে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে এই হত্যাকাণ্ডের পেছনে শামীম ওসমান, তার ছেলে অয়ন ও ভাতিজা আজমেরী ওসমানকে দায়ী করে আসছেন ত্বকীর বাবা রফিউর রাব্বী।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এমআরপি/এমজেএফ