ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর সার্কেলের এএসপি ও থানার ওসি প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, আগস্ট ৩১, ২০২৪
সৈয়দপুর সার্কেলের এএসপি ও থানার ওসি প্রত্যাহার কল্লোল কুমার দত্ত ও শাহা আলম

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কল্লোল কুমার দত্ত ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলমকে প্রত্যাহার করা হয়েছে।

তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী পুলিশ সুপার (এসপি) মো. মোকবুল হোসেন।  

সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুজনের ভূমিকা নানা প্রশ্নের জন্ম দেয়। অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিক্ষার্থীকে তুলে এনে বেদম মারধর করেন। এ নিয়ে বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোকবুল হোসেন জানান, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।