ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম-মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, জুলাই ১৬, ২০২৪
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম-মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান

নারায়ণগঞ্জ: কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ফুলবাড়িয়া এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা।

পরে ঘণ্টাব্যাপী অবস্থান শেষে শিক্ষার্থীরা ফিরে যান।

এদিকে মহাসড়ক অবরোধের খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে বলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, শিক্ষার্থীরা মিছিল করে চলে গেছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।