ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা শিক্ষক নিহত হওয়ার ঘটনায় ইউনিসেফের নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, মে ২৯, ২০২৪
রোহিঙ্গা শিক্ষক নিহত হওয়ার ঘটনায় ইউনিসেফের নিন্দা

ঢাকা: রোহিঙ্গা শিক্ষক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট।

বুধবার (২৯ মে) এক বিবৃতিতে শেলডন ইয়েট এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে আজ বন্দুকের গুলিতে এক রোহিঙ্গা শিক্ষক নিহত হওয়ার ঘটনায় ইউনিসেফ গভীরভাবে মর্মাহত। ইউনিসেফ এ ঘটনায় আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং নিহত ব্যক্তির পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছে। স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো হামলার ঘটনায় ইউনিসেফ তীব্র নিন্দা জানায়। শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই শিশু এবং এই অপরিহার্য সেবার সঙ্গে জড়িত সব কর্মীদের জন্য একটি নিরাপদ স্থান হতে হবে।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, মে ২৯, ২০২৪
টিআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ