ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

শনিবার ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন উপমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মে ২৫, ২০২৪
শনিবার ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন উপমন্ত্রী

ঢাকা: কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক উপমন্ত্রী ক্রিস্টোফার ম্যাকলেনান দুদিনের সফরে শনিবার (২৫ মে) সন্ধ্যায় ঢাকায় আসছেন।

ঢাকার কানাডীয় হাইকমিশন জানায়, ঢাকা সফরকালে কানাডার উপমন্ত্রী ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে বাংলাদেশের স্নাতক হওয়ার প্রেক্ষাপটে কানাডার ক্রমবর্ধমান আন্তর্জাতিক সহায়তা এবং বাংলাদেশে কানাডার ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির সুযোগ নিয়ে কর্মকর্তা ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন।

রোহিঙ্গা শরণার্থী সংকটের চলমান প্রতিক্রিয়া ও সীমান্তের পরিস্থিতি নিয়েও তিনি আলোচনা করবেন। এ সফরে বাংলাদেশের কয়েকটি বিশ্বমানের বেসরকারি ও গবেষণা সংস্থার সঙ্গে কানাডার অংশীদারত্ব জোরদার করার একটি সুযোগ হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, মে ২৫, ২০২৪
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।