ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

গ্যাস সংযোগের দাবিতে ভোলা অভিমুখী লংমার্চ করবে নাগরিক আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মে ২৫, ২০২৪
গ্যাস সংযোগের দাবিতে ভোলা অভিমুখী লংমার্চ করবে নাগরিক আন্দোলন

বরিশাল: দেশি-বিদেশি লুটেরাদের হাতে ভোলার গ্যাস না দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে ভোলাসহ বরিশাল বিভাগে শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে গ্যাস সংযোগের দাবিতে বরিশালে নাগরিক আন্দোলনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৫ মে) দুপুরে বরিশাল নগরের ফকির বাড়ি রোডস্থ জেলা বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

 

বক্তব্য দেন- ভোলার গ্যাস রক্ষায় নাগরিক আন্দোলন ভোলা জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ভোলার গ্যাস রক্ষায় নাগরিক আন্দোলন বরিশাল জেলা শাখার আহ্বায়ক শাহ আজিজ খোকন,  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ভোলার গ্যাস রক্ষায় নাগরিক আন্দোলন বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সংগঠক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ফরিদপুর জেলা শাখার সংগঠক অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালি, ভোলার গ্যাস রক্ষায় নাগরিক আন্দোলন পিরোজপুর অঞ্চলের সংগঠক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নিমাই মণ্ডল, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নৃপেন্দ্রনাথ বাড়ৈ, সদস্য অ্যাডভোকেট খালিদ বিন ওয়ালিদ, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন বরগুনা জেলা শাখার সংগঠক ও সিপিবি বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোতালেব, ভোলার গ্যাস রক্ষায় নাগরিক আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব প্রশান্ত দাস হরি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য দুলাল মল্লিক, শহিদ হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন শিকদার প্রমুখ।  

বক্তারা বলেন, শিক্ষায়-সম্পদে সমৃদ্ধ দক্ষিণাঞ্চল সরকারের অবহেলার কারণে এখন খানাভিত্তিক দারিদ্রে সারা দেশে প্রথম হয়েছে। ভোলা থেকে পাইপলাইন বসানোর জন্য সরকার অর্থ বরাদ্দ দিতে রাজি হচ্ছে না অথচ ইন্ট্রা কোকে সিলিন্ডারে গ্যাস ভরে উচ্চমূল্যে বিক্রি করার অনুমতি দিচ্ছে, বেসরকারি এলএনজি আমদানিকারকদের ক্রমাগত ভর্তুকি দিচ্ছে। আবার বাপেক্স কূপ খননে সক্ষম হলেও রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমকে দরপত্র আহ্বান ছাড়াই চড়া দামে নতুন কূপ খননের দায়িত্ব দেওয়া হচ্ছে। অথচ পাইপলাইন না বসালে এ গ্যাস উত্তোলন করলেও দেশি-বিদেশি লুটেরাদের মুনাফার কাজে লাগবে, জনগণ উপকৃত হবে না।  

বক্তারা অবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস ভোলাসহ দক্ষিণাঞ্চলের জনগণের উন্নয়নে শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে পাইপলাইনের মাধ্যমে সংযোগ দেওয়ার দাবি জানান।

এ দাবিতে আগামী জুলাই থেকে সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিক্ষোভ ও এ বছরের শেষে গ্যাস সংযোগের দাবিতে ভোলা অভিমুখী লংমার্চ সফল করার জন্য নেতারা জনগণের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।