ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গুরুদাসপুরে কৃষককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মে ২৩, ২০২৪
গুরুদাসপুরে কৃষককে কুপিয়ে হত্যা

নাটোর: নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে মনোয়ার হোসেন (৩০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল ৫টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী ব্রিজ ঘাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

নিহত মনোয়ার ওই এলাকার মো. আব্দুস সালাম মোল্লার ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী হায়দার হোসেন (২২), তার বাবা আশরাফ হোসেন (৪৮) ও মা হাসনা বেগমের (৪০) সঙ্গে মনোয়ারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে মনোয়ার নিজ বাড়ি থেকে বাইরে গেলে একা পেয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এ সময় মনোয়ারের ভাই আব্দুল মোমিন (২২) এগিয়ে এলে তার ওপরও হামলা চালানো হয়। এ পরিস্থিতিতে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যান। গুরুতর আহত মনোয়ারকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি উজ্জ্বল হোসেন আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশরাফ ও হাসনা বেগম নামে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত হায়দারকেও আটকের চেষ্টা চলছে। মনোয়ারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব হোসেন জানান, মনোয়ারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মে ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।