ঢাকা, রবিবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কামরাঙ্গীরচরে পলিথিনের গোডাউনে লাগা আগুন নিভেছে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, মে ২৩, ২০২৪
কামরাঙ্গীরচরে পলিথিনের গোডাউনে লাগা আগুন নিভেছে

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর ইমান আলী গলি এলাকার একটি পলিথিনের গোডাউনে লাগা আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে।  

বুধবার (২২ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি জানান, কামরাঙ্গীরচর ইমান আলী গলি এলাকার একটি ছোট পলিথিনের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়।  

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, মে ২৩, ২০২৪
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।