ঢাকা, শুক্রবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জুন ২০২৪, ২৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ট্রাকের ধাক্কা, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মে ১৩, ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ট্রাকের ধাক্কা, চালক নিহত

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে আশিক হোসেন (২১) নামে ট্রাকটির চালক নিহত হয়েছেন।

সোমবার (১৩ মে) ভোর ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাঝিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রতাপ গ্রামের বাসিন্দা।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী জানান, ঢাকা থেকে মাগুরাগামী পোল্ট্রি মুরগির খাবার বোঝাই একটি ট্রাক মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক নিহত হন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।