ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

দৌলতখানে লাঠিয়ালদের হামলায় আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মে ৬, ২০২৪
দৌলতখানে লাঠিয়ালদের হামলায় আহত ৩০

ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় চর দখলকে কেন্দ্র করে লাঠিয়ালদের হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ মে) দুপুরে উপজেলার নেয়ামতপুর চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে প্রাথমিকভাবে মনির, শাহাবুদ্দিন, রুহুল আমিন, আলী হোসেন, শহীদ, বাসারের নাম পাওয়া গেছে।

আহতরা জানিয়েছে, চরের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দৌলতখানের গোলাম নবী নবু গ্রুপের সঙ্গে সাধারণ কৃষকদের দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে দুটি গ্রুপ আধিপত্য বিস্তার করে আসছে। সোমবার দুপুর ১২টার দিকে কৃষকরা ফসল তোলার সময় নবু গ্রুপ এসে অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।  

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি/তদন্ত) এরশাদ ভূইয়া বলেন, চর নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শুনেছি। খবর পেয়ে পুলিশ তদন্ত করছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। এ ঘটনায় কেউ আটক হয়নি।

এদিকে ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে তৎপর রয়েছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ০৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।