ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

আগৈলঝাড়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, এপ্রিল ১৬, ২০২৪
আগৈলঝাড়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজালবিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় উপজেলার গৈলা রথখোলা বাসস্ট্যান্ডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস এ অভিযান পরিচালনা করেন।

এ সময় গৈলা রথখোলা বাসস্ট্যান্ডের মিকি আইসক্রিম ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে মো. মাহাবুব মুন্সিকে সাত হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় আয়ান ফার্মেসির মালিক সৈয়দ মহিউদ্দিনকে পাঁচ হাজার টাকা, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকার অপরাধে মুদি দোকানের মালিক সৈয়দ বাচ্চুকে দুই হাজার টাকা ও মো. সোহাগ সরদারকে এক হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।