ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু  প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নদীতে গোসল করতে নেমে ইয়াসমিন (১০) ও তসলিমা (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (১৪ এপ্রিল) রাণীশংকৈল উপজেলার কুলিক নদীতে খন্জনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইয়াসমিন উপজেলার খন্জনা গ্রামের ইব্রাহীম আলীর মেয়ে ও তসলিমা আক্তার দিনাজপুর সদরের ইউসুফ আলীর মেয়ে। তসলিমা তার নানির বাড়িতে বেড়াতে এসেছিলেন৷

রাণীশংকৈল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাছিম ইকবাল দূঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে তারা দুইজন মিলে কুলিক নদীতে গোসল করতে নেমেছিলেন৷ কিছুক্ষণ পরে তারা ডুবে যায়৷ এলাকাবাসী দেখে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলে ইয়াসমিন মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পথে তসলিমা মারা যায়৷ 

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।