ঢাকা, বুধবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডায়াগনস্টিক সেন্টারে আগুন, দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
ডায়াগনস্টিক সেন্টারে আগুন, দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে হাসপাতাল এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল সড়কের সোলাইমান সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জীবননগর হাসপাতালের কাছে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১০ মিনিটের মতো চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

জীবননগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খালিদ হুসাইন জানান, রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৭/৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। এ অগ্নিকাণ্ডে দেড় থেকে দুই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।