ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
বাগেরহাটে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৪

বাগেরহাট: জেলার ফকিরহাটে ২৪ কেজি গাঁজা ও ৩৬০টি ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন খুলনার রূপসা থানার রামনগর গ্রামের জালাল মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা (৩৫), কক্সবাজার জেলার চকরিয়া থানার জগরখালী গ্রামের নুরুল আলমের ছেলে আলী আলম (২৮), যশোর জেলার কোতোয়ালি সদর থানার মোড়ালী মোড় এলাকার সোহরাব এর ছেলে সাগর (২৮) ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার উত্তরপাড়া গ্রামের গাজী রজব আলীর ছেলে গাজী বদরুল (৫০)।

গ্রেপ্তার আসামিরা ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লেগীর পুকুরের পাশে মৃত হামিজ উদ্দিন গাজীর ছেলে ইব্রাহিম গাজীর বাসা ভাড়া নিয়ে মাদক কেনাবেচা করতেন। তাদের বাসা থেকে মাদকের পাশাপাশি কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।