ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জে ঘোড়দৌড় ও গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
নবাবগঞ্জে ঘোড়দৌড় ও গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা 

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যন্ত্রাইল ইউনিয়নের বিলপল্লী মাঠে শ্রীপঞ্চমী তিথি উপলক্ষে ঘোড়দৌড়, গরুর রশি ছেঁড়া এবং লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ক্লাব মাঠে সবুজ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই খেলা।

এক সময়ের জনপ্রিয় এই খেলা দেখতে প্রায় পনেরো হাজার দর্শনার্থী ভিড় করে।  

দুপুর আড়াইটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত নবাবগঞ্জ, মানিকগঞ্জ জেলার হরিরামপুর ও সিংগাইর উপজেলা থেকে গরু ও ঘোড়া নিয়ে
ক্লাব মাঠে আসতে থাকেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা।  

গরুর রশি ছেঁড়ার মূল প্রতিযোগিতা শুরু হয় বিকেল ৩টায়।  

বিলপল্লী সবুজ সংঘের সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূরে আলমের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সমাজকর্মী আইয়ুব আলী চুন্নু।  

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ৫০টি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।

সন্ধ্যায় যন্ত্রাইল ইউনিয়নের চার খলশির গ্রামের প্রেম পালের লাঠিয়াল দলের লাঠি খেলা শুরু হয়।  

বিলপল্লীতে সবুজ সংঘের সভাপতি মো. নূরে আলম বলেন, শ্রী পঞ্চমী তিথি উপলক্ষে অনুষ্ঠানটি এলাকার সব ধর্ম-বর্ণের মানুষ মিলে ৫০ বছরের বেশি সময় ধরে এ আয়োজন করে আসছেন। এমন আয়োজন করতে পেরে আমি নিজেই মুগ্ধ।  

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।