ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন    

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন    

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়। রাষ্ট্রের পক্ষে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম অভিবাদন গ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীনের মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন।  

এসময় উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন।

বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীনকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব আলী, মিনহাজ উদ্দিন, আফজাল হোসেন, জালাল উদ্দিন, গুরুদাস হালদার, আজিজুল হক, মাসুদ আহমেদ, শুকুর আলী, আহাদ আলী, গাংনী উপজেলার খড়মপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। পরে গার্ড অব অনার ও নামাজে জানাজা শেষে স্থানীয় গােরস্থানে দাফন সম্পন্ন করা হয়।  

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীন সােমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন কয়েকটি জটিল রােগে আক্রান্ত ছিলেন। তিনি পাঁচ সন্তান, স্ত্রী, বন্ধু-বান্ধব অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।