ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নানিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়ের বইসহ ট্রাক খাদে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
নানিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়ের বইসহ ট্রাক খাদে

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের বইসহ ট্রাক খাদে পড়ে চালক এবং হেলপার আহত হয়েছেন।  

বুধবার (০৬ ডিসেম্বর)  উপজেলার নানাক্রুম কুকুরমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত চালকের নাম আজমির হোসেন। তার বাড়ি নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকায়। হেলপারের নামঠিকানা পাওয়া যায়নি।

জানা গেছে, বুধবার চট্টগ্রাম থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৯৮৩৩টি বই নিয়ে মাঝারি ট্রাকটি নানিয়ারচর উপজেলা সদরে আসার সময় নানাক্রুম কুকুরমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে। এসময় চালক এবং হেলপার দুজনই আহত হন।

নানিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে আহত চালক ও হেলপার পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।