ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, ডিসেম্বর ৩, ২০২৩
বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধির লোকজনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।  

রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুণই এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।  

সংঘর্ষে বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কালা মিয়া এবং বর্তমান সদস্য জমির আলী দুপক্ষে নেতৃত্ব দিয়েছেন।  

স্থানীয়রা জানায়, রোববার দুপক্ষ বিরোধপূর্ণ জমি দখলের জন্য গিয়েছিলেন। এ সময় সেখানে মারামারি শুরু হয়। এরপর দুপক্ষের হয়ে কয়েকশ মানুষ সংঘর্ষে লিপ্ত হন। পরে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।  

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।