ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ২০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, ডিসেম্বর ১, ২০২৩
নোয়াখালীতে ২০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা

নোয়াখালী: ‘মুক্তিযুদ্ধের বিজয় বিদ্রোহী বাঙালির জয়’ স্লোগানে নোয়াখালীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আয়োজনে ২০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে।  

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম।

 

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নোয়াখালীর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন মিলন প্রমুখ।  

এ সময় বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের বিজয় বিদ্রোহী বাঙালির জয়’, এই হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্লোগান। সে স্লোগানটি এখন যেন শুধু স্লোগানের জন্য ও মানার জন্য নয়, এ স্লোগানের ভেতর রয়েছে মুক্তিযুদ্ধের বাঙালিয়ানার আনন্দ-বেদনার মহাকাব্য। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে মুক্তিযুদ্ধের ঘাতকদের বিচারের দাবিতে সারা দেশ তখন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণআদালতই মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু করা ক্ষেত্রে মূল সূতিকাগার অনুপ্রেরণা।  

মুক্তিযুদ্ধের বিজয়মেলার সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, মেলায় দেশি পণ্যের দুই শতাধিক স্টল রয়েছে। প্রতিদিন মেলার বিজয় মঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, বিষয়ভিত্তিক আলোচনা, মুক্তিযুদ্ধের কবিতাপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যানুষ্ঠানের আয়োজন থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়মেলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজুল করিম বাচ্চু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক দেলওয়ার হোসেন মিন্টু, সাংস্কৃতিক সংগঠক আ ন ম জাহের উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।