ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
বরিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

বরিশাল: বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে নাশকতা ঠেকাতে বরিশালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরের আগে দুই প্লাটুন বিজিবি সদস্য বরিশালে মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা এরইমধ্যে টহল কার্যক্রম পরিচালনা করছেন।

অবরোধের মধ্যে হামলার শঙ্কায় রাজধানীর পাশাপাশি বরিশালসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে।  

বিজিবি সদস্যরা অবরোধের সময় দেশের সব মহাসড়কে টহল দেবেন। পাশাপাশি মানুষের চলাচল বা পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে কাজ করবেন তারা। সেই সঙ্গে বিশৃঙ্খলা প্রতিরোধ করবেন। গুজব বা মিথ্যা তথ্য, ছবি দিয়ে কেউ যেন অস্থিতিশীলতা বা আতঙ্ক ছড়াতে না পারে, সেজন্যও কাজ করবে বিজিবি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।