ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিদেশি মদসহ মাদক সম্রাটের ভাই আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
বিদেশি মদসহ মাদক সম্রাটের ভাই আটক

ফেনী: জেলার সীমান্তবর্তী ছাগলনাইয়া উপজেলার ঘোপালে ১৭৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি মেহেদি হাসান সেতুকে (২২) আটক করেছে ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ। তিনি ঘোপাল ইউনিয়নের বাসিন্দা ও তালিকাভুক্ত মাদক সম্রাট জোবায়ের হাসান পারভেজের ছোট ভাই।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঘোপাল তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) শিমুল কুমার জানান, বৃহস্পতিবার রাতে ঘোপালের সমিতি বাজারে একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি করে ১৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি পারভেজের ছোট ভাই মেহেদি হাসানকে আটক করা হয়। পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এ ঘটনায় মাদক চোরাকারবারি জোবায়ের হাসান পারভেজ ও তার ভাই মেহেদি হাসান সেতুকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আরও দুজনের নাম শোনা যাচ্ছে। তদন্তে যাদের নাম আসবে সবাইকে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।