ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনের আগে অপতথ্য প্রচারিত হলে নির্বাচন প্রভাবিত হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত সচিব নূরুন নাহার হেনা।
বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুরের কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে Fact Checking and Verification Techniques for Crime Reporters Association of Bangladesh' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শুরুতে তিনি এ কথা বলেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৫০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনা বলেন, তথ্য প্রবাহের অবাধ গতি জনজীবনকে যেমন সহজ করেছে ঠিক তেমনি ভুয়া ও অপতথ্যের কারণে মানুষ প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে অপতথ্য প্রচারিত হলে নির্বাচন প্রভাবিত হতে পারে। তাই Fact Checking and Verification Techniques সম্পর্কে সাংবাদিকগণ সচেতন হলে জাতি উপকৃত হবে। তিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে জাতির উন্নয়ন সাধনে ভূমিকা রাখতে সাংবাদিকগণকে উৎসাহ দেন।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন টিভি চ্যানেলের সিনিয়র নিউজ এডিটর বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আবু রুশদ মো. রুহুল আমিন
প্রধান আলোচক আবু রুশদ মো. রুহুল আমিন তার আলোচনায় ভুয়া সংবাদ প্রচার প্রতিহত করার জন্য তথ্য যাচাইয়ের প্রতি গুরুত্ব আরোপ করেন। সেইসাথে তথ্য যাচাই-বাছাই করার বিভিন্ন টুলস, সফটওয়্যার সম্পর্কে সাংবাদিকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। ক্রাইম রিপোর্টাররা খুব সংবেদনশীল ক্ষেত্রে কাজ করেন বলে এই ক্ষেত্রে Fact Checking-এর গুরুত্ব সম্পর্কে তিনি সাংবাদিকদের সচেতন করেন।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটকে এই কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ দেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ কর্মশালায় আলোচনা করেন। কর্মশালাটির পরিচালক হিসেবে ইনস্টিটিউটের উপ-পরিচালক নুসরাত জাবিন এবং সমন্বয়ক হিসেবে সহকারী পরিচালক সাইফুন্নাহার দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
এসজেএ/এমজে