ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে কৃষি যন্ত্রপাতি ও চেক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, অক্টোবর ১, ২০২৩
খাগড়াছড়িতে কৃষি যন্ত্রপাতি ও চেক বিতরণ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে কৃষক ও বিভিন্ন কৃষক সমিতির মধ্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

রোববার (১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণে ইউএনডিপি প্রকল্পের আওতায় জিওবি অর্থায়নে চার কোটি টাকার এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন- খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী প্রমুখ।

এছাড়া ৩৯১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে প্রাণিসম্পদ, মৎস্য, মিশ্র ফল চাষাবাদ, তথ্যপ্রযুক্তি উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচির আওতায় এক কোটি টাকা ও আপদকালীন ত্রাণ হিসেবে ১৪৬ জনকে ৫৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।